আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
দাওয়াত সম্পর্কে কোরআনে আল্লাহ বলেন, "আর তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে আল্লাহর পথে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, আমি নিশ্চয়ই মুসলমানদের অন্তর্ভুক্ত" (কোরআন ৪১:৩৩)। হাদিসে বলা হয়েছে, "যখন তোমাদের কাউকে দাওয়াত দেয়া হয়, তখন সে যেন তা গ্রহণ করে; অতঃপর সে যদি সাওম পালনকারী হয়, তাহলে সে যেন তার (দাওয়াতকারীর) জন্য দো'য়া করে দেয়; আর যদি সাওম পালনকারী না হয়, তাহলে যেন সে খেয়ে নেয়"। এছাড়াও, দাওয়াতের মাধ্যমে ইলম প্রচার করা এবং সৎ কাজের আদেশ ও অন্যায় কাজে বাধা দেওয়ার কথা কোরআন ও হাদিসে উল্লেখ আছে।
কোরআন থেকে আয়াত
সূরা ফাসিলাত (৪১:৩৩): "وَ مَنْ أَحْسَنُ قَوْلاً مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَ عَمِلَ صَالِحًا وَ قَالَ إِنَّنِيْ مِنَ الْمُسْلِمِيْنَ" (অর্থাৎ, এবং তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে আল্লাহর পথে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, আমি নিশ্চয়ই মুসলমানদের অন্তর্ভুক্ত।
Subscribe 👍
my
you tube
channel
এসো আলোর পথে
Thank you
Zajakallah 👍👍👍
.https://www.instagram.com/deen____e______islam?igsh=MWIxcHJoOTc4cjQ2Zw==