BD amirulskr


বাউল গান শুধু একটি সঙ্গীতধারা নয়—এটি একটি দর্শন, একটি জীবনচর্চা। বাউল গানের মূল উপজীব্য হলো মানবতাবাদ, আধ্যাত্মিকতা ও প্রেম। নিচে কিছু গুরুত্বপূর্ণ সঙ্গীত কথা বা বৈশিষ্ট্য তুলে ধরা হলো, যা বাউল গানের মধ্যে পাওয়া যায়:


🌿 বাউল গানের মূল সুর ও কথা

1. আত্মা-পরমাত্মার মিলন

> "গায়ে মানে হরিভজন, সাধুর চিহ্ন চিনে না…"
বাউলরা বিশ্বাস করেন, ঈশ্বর বাইরে নয়, মানুষের ভেতরেই বিরাজমান।




3. সাধনা ও ভজন –

> "আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যেরে…"
এই গানটিতে অন্তর্গত প্রেমিকের (অর্থাৎ ঈশ্বরের) সন্ধান করা হয়েছে


ইচ্ছা করলে আমি কিছু জনপ্রিয় বাউল গানের কথাও দিতে পারি অথবা তোমার জন্য একটা নতুন বাউল গান লিখে দিতে পারি। বলো কী চাও?



আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরা সরাসরি বাউল গান ভিডিও ধারন করে থাকি। বাউল পালা গান পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে রাখুন, নতুন নতুন ফুল পালা গান সবার আগে আমরাই দেই । ধন্যবাদ