Mohi uddin Official

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সবাইকে স্বাগতম, আমার ইউটিউব চ্যানেলে খোলার উদ্দেশ্য, আমাদের সমাজে ধর্মের নামে অধর্ম চর্চা' যা আমাদের পারিবারিক ও সামাজিক জীবনে প্রভাব ফেলে, যা আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করে, এ থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ কোরআন ও সহি সুন্নত আলোকে নিজে পরিবর্তন হওয়া, সমাজকে পরিবর্তন করার চেষ্টা দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া। তাই এমন আলেমদের আলোচনা প্রচার করব, এবং বিভিন্ন বিভ্রান্তকর বক্তব্য রে ভুল সংশোধনের উদ্দেশ্যে রদ করা। আশা করি সাথে থাকবেন, جزاكم الله خيرا واسن جزاء في الدنيا والاخره
মহি উদ্দিন