আমি শাহিন।পুরোনাম 👉শাহিন আলম👈( Shahin Alam)আমার এই ছোট্ট চ্যানেলটি একটি দেশিয় ভ্রমন ভিত্তিক চ্যানেল। নিয়মিত দেশের ভিভিন্ন যায়গায় ঘুরে এসে নিজের ভ্রমন অভিঙ্তা আপনাদের মাঝে শেয়ার করি।মাঝে মাঝে ভ্রমন গাইড দিয়ে থাকি। আমি ভ্রমন পছন্দ করি তাই সময় পেলেই নতুন নতুন স্হানে ভ্রমন করি।এটা ভালো ভ্রমন করলে মন সরিল ভালো থাকে।আমাদের জিবনের পাশাপাশি ভ্রমন ও প্রয়োজনীয়। ছোট থেকেই আমি ভ্রমন শুরু করি বয়স তখন ১০ অনেক জায়গায় গিয়েছি। কিন্তু সবজায়গা ভিডিও করা হয়নি। তাই ভাবলাম এখন থেকে যেখানেই ভ্রমন করবো আপনাদের মাঝে ভিডিও সেয়ার করবো।ইচ্ছে আছে দেশের বাইরে ভ্রমন কারার। আগে নিজের দেশটা ভালো করি ঘুরি তার পর দেশের বাইরে যাবো ইনশাল্লাহ। ভিভিন্ন কাজে ব্যাস্ত থাকি সময় পেলেই ছুটে যাই প্রকৃতির মাঝে। আশা করি আপনাদের ভালো কিছু দেখাতে পারবো।আমার চ্যানেলটিতে নতুন নতুন ট্রাভেল ভিডিও পেতে সাবক্রাইব করুন। সাথেই থাকুন ধন্যবাদ।