Save The Nature Of Bangladesh

আমাদের অপরিকল্পিত প্রকৃতি বিনাশী কর্মকান্ডের কারনে অব্যাহত মাটি,পানি,বায়ু, আলোক ও শব্দ দূষণ, পাহাড় কাটা, নদী পুকুর জলাশয় দখল দূষণ ও ভরাট, ইট ভাটায় ও তামাক চাষে কৃষি জমির টপ সয়েল ধ্বংস, তামাক জ্বাল দিতে ও ইট ভাটাতে কোটি কোটি মন বনের কাঠ পুড়ানো, বন ও বন্যপ্রাণী ধ্বংস নিধন পাচার হত্যা ও সংকোচন বনের ইকোসিস্টেম ধ্বংস, বিদেশী ক্ষতিকর বৃক্ষের আচ্ছাদন, ক্ষতিকর রাসায়নিক সারের ব্যবহার, শৌখিন মাছের নামে ক্ষতিকর বিদেশী রাক্ষুসে মাছের আমদানী, জীবাশ্ম জ্বালানির দূষণ ও সংকট নিরসনে নবায়নযোগ্য জ্বালানি, এরকম হাজারো সংকট জাতির সামনে তুলে ধরার ও তার সমাধানের পথ সৃষ্টির মাধ্যমে সুখী সমৃদ্ধ স্বনির্ভর নিরাপদ বাংলাদেশ গঠন আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
বাংলাদেশের পরিবেশ প্রকৃতি জলবায়ু জীববৈচিত্র্য সুরক্ষার অন্যতম প্রতিকৃত পরিবেশবাদী সেচ্ছাসেবী সংগঠন Save The Nature Of Bangladesh এর পরিবেশ সুরক্ষায় চলমান কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসেবে ধারণকৃত চিত্র জনস্বার্থে প্রচারনার জন্য এই উদ্যোগ গৃহীত হইল।

শুভেচ্ছান্তে

A.N.M. Moazzem Hossain
Chairman
Save The Nature Of Bangladesh