Chhotoder Puran Kotha

কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সবাইকে স্বাগত! এই চ্যানেলে ছোটদের জন্য সহজ সরল ভাষায় রামায়ন, মহাভারত, বিভিন্ন পুরান ও বিভিন্ন মঙ্গলকাব্য থেকে বিভিন্ন গল্প কাহিনী, বিভিন্ন রাক্ষস, দৈত্য, দানবের ও অলৌকিক কাহিনী বলে তাদের পুরানো সঙস্কৃতিকে জানাব।এছাড়া বিভিন্ন নীতিকথা মূলক গল্প শোনাব যাতে বর্তমান প্রজন্ম সমৃদ্ধ হয়।

পাশে থাকতে সাবস্ক্রাইব করুন।।।