Farhan's Thought

আমি Farhan M Shujon । এটা আমার সত্যিকারের জার্নি – নিজের ভিতরের পরিবর্তনের পথে।

তুমি যদি সত্যি চাও নিজেকে বদলাতে, সুস্থ হতে, আর নিয়মানুবর্তী জীবনে ফিরতে — তাহলে এই সিরিজ তোমার জন্য।

আমি একজন ব্যস্ত মানুষ। কিন্তু সময়ের অভাবকে অজুহাত বানিয়ে নয়, বরং চ্যালেঞ্জ হিসেবে নিয়ে — আমি শুরু করেছি নিজের ভেতরটা শুদ্ধ করার পথচলা।

এই সিরিজে তুমি পাবে:
✅ রিয়েল-টাইম ডায়েট ফলোআপ
✅ ওয়ার্কআউট প্ল্যান ও বাস্তব চ্যালেঞ্জ
✅ জীবন ও ধর্মীয় ডিসিপ্লিনে ফেরা
✅ মানসিক পুনর্গঠন ও মোটিভেশন
✅ একা চলার সাহস এবং সঠিক পরিকল্পনা

📝 আমি যা বলি, তাই করি। হয়তো কখনো ভিডিও দিতে দেরি হয়, কিন্তু আমি প্রতিদিনের সবকিছু নোট করে রাখি — যেন তুমি পেতে পারো একদম রিয়েল একটা রোডম্যাপ।

🤝 তুমি যদি সত্যি নিজেকে পাল্টাতে চাও — তাহলে চল একসাথে হাঁটি।

🔔 সাবস্ক্রাইব করে পাশে থাকো।
📩 কিছু জানতে চাইলে কমেন্ট করো বা ইনবক্সে জানাও।
[email protected]