*শ্রীশ্রী রাম রাধারমণ কুঞ্জ*
শ্রীপাদ রামদাস বাবাজী মহারাজের আদেশ অনুসারে গঠিত গৃহী শিষ্যদের নামের গোষ্ঠী (চারু, যুগল, ললিত জ্যাঠামশাই এর গণ) যা পরবর্তী কালে শ্রীল শ্যামানন্দ দাস বাবাজী মহারাজ কর্তৃক পরিচালিত, সেই গোষ্ঠীর ই পোষকি নাম রাম রাধারমণ কুঞ্জ।