ধারাপাত

এই চ্যানেলটি সম্পূর্ণ ভাবেই ভিন্ন স্বাদের একটি তথ্যনির্ভর এবং অন্যান্য আরো মনোরঞ্জনের জন্য গল্প ও কবিতা সেইসঙ্গে ছোটখাটো ভ্রমণের উদ্যেশে পরিবেশিত একটি বাংলা মাধ্যম। ভিডিওগুলো কখনো কোনো জাতি, দেশ , ধর্মের বা কোনো আচার অনুষ্ঠানের সমালোচনার বহির্ভূত। শুধুমাত্র সঠিকভাবে এবং মানুষের আনন্দ দেবার জন্যই ছবিগুলো ও তথ্য সমূহ গবেষণা ভিত্তিতে প্রদর্শিত হয়েছে।