SN Islamic tv

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ "SN Islamic tv" এখানে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হবে। মাহফিল আপলোড করা হবে। তেলাওয়াত আপলোড করা হবে এবং বিভিন্ন মাসালা সম্পর্কে এখানে জানতে পারবেন ইনশাআল্লাহ। একমাত্র আল্লাহ তা'আলাকে রাজি-খুশি করার জন্য এ আয়োজন ।নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও অন্যের কাছে পৌঁছে দাও।তাই এর জন্যই বর্তমানে মডার্ন টেকনোলজির যুগে এর চেয়ে সহজ আর কোনো পন্থা আমি মনে করিনা। আল্লাহতালা যেন ইসলামের প্রচার-প্রসারের জন্য এই পন্থাকে কবুল করেন । আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তা'য়ালা যেন আমার এই নেক আশা টি পূরণ করেন। আমি যেন ইসলামের একজন দায়ী হতে পারি। আর এই টিভির সকল গ্রাহক এবং দর্শক সহ যে যেভাবে রিলেটেড থাকবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তা'আলা যেন আপনাকে এবং আমাকে এর উসিলা বানিয়ে মাফ করে দিন। "আমিন"