বাংলা গানের মহীরুহ তিন জন কবিঃ
১. দ্বিজেন্দ্র লাল রায়,
২. রজনীকান্ত সেন ও
৩. অতুল প্রসাদ সেন।
উনিশ শতকের শেষ থেকে বিশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত রবীন্দ্র প্রতিভার প্রভাববলয়ের মধ্যে বিচরণ করেও তিন কবি বাংলা কাব্যগীতি রচনায় নিজেদের বিশেষত্ব প্রকাশ করতে সক্ষম হন। ভক্তিগীতি, প্রেম, বিরহ, প্রকৃতি, স্বদেশ,মানব ইত্যাদি নানান পর্যায়ে গান রচনা করে গেছেন তিন কবি ৷ উনাদের রচিত গানগুলির প্রচার ও প্রসারই আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য।
আমাদের চ্যানেলে গায়নাচার্য শ্রী সুরেন্দ্র নারায়ণ দাশ পরিবারের নিন্মোক্ত সদস্যদের পরিবেশনাগুলি আমরা আপলোড করে থাকি।
১. অলকা দাশ,
২. মানস কুমার দাশ,
৩. তাপস কুমার দাশ,
৪. দীপাঞ্জন দাশ।
তিন কবির গানের শ্রোতাদের কথা বিবেচনা করে আমরা সবসময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন আংগিকের গানগুলি মূলত যেগুলি অপ্রচলিত সেগুলিই আপলোড করতে৷
আশাকরি, আমাদের এই চলার পথে আপনারা পাশে থাকবেন সবসময়ই। আর যুক্ত থাকার জন্য প্রয়োজন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা সেই সাথে bell iconটি ক্লিক করে নিয়মিত আপডেট পাওয়া।
ধন্যবাদ সবাইকে৷
তিন কবির গানের জয় হোক!!