আমি রুম্পা। আমি একজন শিক্ষিকা। সারাদিনের বেশির ভাগ সময়টাই আমি বাচ্চা ছেলেমেয়েদের সাথে কাটাই। স্কুলে বাচ্চা আর বাড়িতে আমার ছেলে পাই (এটা ওর ডাক নাম)। আমার স্বামী সন্দীপ। ও পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
এই তিনজন কে নিয়েই আমি আমার channel তৈরি করেছি। নাম দিয়েছি pirusa.
কর্মস্থল এর জন্য আমরা শহরের বাসিন্দা। কিন্তু আমরা দুজনেই ছোট থেকে গ্রামে বড় হয়েছি। তাই আমরা গ্রাম্য পরিবেশেও সমান স্বচ্ছন্দ।
এই chanel এর মাধ্যমে আমি আপনাদের সাথে share করবো কিছু parenting related tips. একটা বাচ্চাকে কিভাবে আপনি সুন্দর করে বড় করে তুলতে পারেন। এছাড়াও কখনো কখনো নিম্নলখিত ভিডিও গুলোও পাবেন।
1. আমাদের দৈনন্দিন জীবনের কিছু মূহুর্ত
2. গ্রাম বাংলার কিছু ঐতিহ্যবাহী জিনিস
3. online এ কি ভাবে কোনো জিনিস করা যায়
আমাদের জীবনের মূলমন্ত্র: "সবার ভালো হোক, সাথে আমাদেরও হোক" (লাইন টা আমাদের এক বন্ধুর)