"সুপ্রিয় চাকরি প্রত্যাশি বন্ধুরা"
আপনাদের চাকরি পরীক্ষায় সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে গণিত। সত্যি বলতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী যেমন গণিতের কথা শুনলে ভয় পায়, ঠিক একইভাবে চাকরিপ্রার্থীদের অবস্থাটাও বেশ শোচনীয় বলা যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ভীতিকর বিষয়কে খুব ভালো ভাবে অনেক সহজেই আয়ত্ত করা সম্ভব।
কেননা গণিত যতটা ভয়ের ঠিক ততটাই সহজ। কিন্তু নিয়মিত চর্চার অভাবে মূলত গণিত নিয়ে মানুষের মনে ভ্রান্ত ধারণা তৈরি হয় এবং এই অংশটাকে বেশ কঠিন ও জটিল মনে হতে থাকে। কিন্তু আপনি কি জানেন, শুধুমাত্র কয়েকটি টিপস অনুসরণ করলেই আপনি গণিতে ভালো মার্ক আনতে পারবেন!
আর, যারা ম্যাথে খুবই দুর্বল তাদের জন্য আমি এই চ্যানেলে বিশেষ সুবিধা দিয়ে থাকি। খুব সহজ পদ্ধতিতে তাদেরকে ম্যাথ শেখানো হয়।
♥ তাই, সকল সুবিধা পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে থাকুন এবং চ্যানেলটি Subscribe করে রাখুন।