জুলাই-আগস্ট বিপ্লব

শহীদের রক্ত বৃথা যাবে না।
"JulyAugustBiplob" একটি সচেতনতার প্ল্যাটফর্ম, যেখানে প্রতিবাদী গান, শহীদদের স্মরণে রচিত সংগীত ও ইতিহাসভিত্তিক কনটেন্ট উপস্থাপন করা হয়। আমরা নিরপেক্ষভাবে অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কণ্ঠ তুলে ধরি। আমাদের গান ও ভিডিওর মাধ্যমে আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াই। জুলাই ও আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আদেশে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় হাজারো ছাত্র-জনতা। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সকল শহীদদের, যারা গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করেছেন।

এই চ্যানেলটি উৎসর্গ করা হয়েছে জুলাই ও আগস্ট মাসে ফাসিস্ট আওয়ামীলীগ সরকারের হাতে শহীদ হাজারো ছাত্র-জনতার স্মৃতির প্রতি।

এই চ্যানেলটি হলো —
🔥 জুলাই-আগস্ট বিপ্লবের দলিল
🔥 ছাত্র-জনতার ত্যাগের স্মৃতি
🔥 খুনি হাসিনার গণহত্যার প্রামাণ্য প্রতিবেদন
🔥 প্রতিবাদী গান, কবিতা, ও ভাষণ
🔥 ভিডিও দলিল, সাক্ষাৎকার, ও আন্দোলনের দৃশ্য

#প্রতিবাদী_গান #বাংলার_শহীদ #BanglaProtestSong