প্রাকৃতিক চিকিৎসা বলতে কি বোঝায়? আমরা প্রকৃতি থেকে সরে এসেছি। তাই বেড়েছে শরীরের রোগ ও মনের অশান্তি। সহোদরার উদ্দেশ্য সেই হারিয়ে যাওয়া সম্পর্কে আবার ফিরে আসা।
: দুটো দিক, বর্হিপ্রকৃতি ও অন্তপ্রকৃতি:
একদিকে মাটি, জল, আগুন, বিশুদ্ধ বাতাস, আকাশ, গাছপালা, পশুপাখির সাথে যোগ স্থাপন-সেখানে ন্যাচারোপ্যাথির ভূমিকা। অপরদিকে অন্তরে গ্লানি মুক্ত হতে মন, প্রাণায়াম, ধ্যান ও সৎসঙ্গের চর্চা-অর্থাৎ যোগের ভূমিকা।
থাকছে ভেষজ ও হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা। এছাড়াও আছে বাস্ত তন্ত্র নিয়ে সৎ পরামর্শ ও জন্মকুণ্ডলী তৈরি করে জাতকের জীবন দিশা গণনা। এখানে নিত্য সঙ্গী নীরবে বয়ে চলা ভাগিরথী, নির্মল বাতাস, নির্জন নিরিবিলি শান্ত পরিবেশ, থেরাপিস্ট ও পরিষেবা প্রদানকারীদের আন্তরিকতা ও মুখের হাসি যা ক্লিষ্ট মানুষের প্রাণে সঞ্জীবনী সুধা। জিয়াগঞ্জ নশিপুর টেকপাড়ায় এই 'সহোদরা'। জগৎ শেঠ মিউজিয়ামের
কাছে। কেন্দ্রের নিকটতম রেল স্টেশন লালবাগ, মুর্শিদাবাদ। বিস্তারিত জানতে বা পরিষেবার সুযোগ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।
-: ফোনে যোগাযোগ:-
নিমাই ভট্টাচার্য্য-919831203367/917003179690
সন্তু মণ্ডল-919735408443