প্রিয় বন্ধু,
------------ আস সালামু আলাইকুম। হালাল রিজিকের সন্ধানে ও সত্য অনুসন্ধানে সেই ২০২০থেকে ছুটে চলছি দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। অনেক আশা নিয়ে চাকরির পাশাপাশি শুরু করেছিলাম "কোয়েল খামার"। নরসিংদির জনপ্রিয় একজন খামারির থেকে ১২০টা পাখি নিয়ে আমার যাত্রা শুরু হয়। প্রথমেই বিশাল এক ধাক্কা খেলাম। ১২০ টা পাখির মধ্যে ৬৫টা ছেলে পাখি দিয়ে দেয় আমাকে। পাখির বয়স ও সঠিক ছিলো না। এর পরে আবার পাখি আনি নারায়ণগঞ্জের ইউটিউব চাপাবাজের থেকে।সেখানেও মিক্সচার(ভিন্ন ভিন্ন বয়সী) পাখি ধরিয়ে দেয় আমাকে। তার পরে নিজেই বাচ্চা উৎপাদন করার সিদ্ধান্ত নেই। ৪৫০০টাকায় ককশিটের তৈরি ইনকিউবেটর ক্রয় করি রংপুরে এক হাফেজ মাওলানার থেকে। পরি আরেক বাটপারের ক্ষপ্পরে। কমদামি সার্কিট ও নিম্ন মানের ইনকিউবেটর সামগ্রী দিয়ে বানিয়ে দেয় ইনকিউবেটর যা এক মাসের মধ্যেই এটাপটর, সেন্সর, নষ্ট হয়ে যায়। এভাবে ই চলতে থাকে আমার কৃষি যাত্রা। ঠকতে ঠকতে এখন আমি অনেক অভিজ্ঞ।
এই চ্যানেলটি তৈরি করার উদ্দেশ্য হলো. .
১) সত্যকে তুলে ধরা
২) মানুষকে সচেতন করা।
৩) হালাল রিজিকের সঠিক সন্ধান দেওয়া।
৪) উদ্যোক্তা তৈরি করা। ও
৫) প্রকৃতির ভারসাম্য রক্ষা