নমস্কার। আমি অমৃতা। সেলাই এর যোগাযোগ বলতে ছিলো মা কে দেখতাম সেলাই করতে। কত ধৈর্য ধরে নিখুঁত সেলাই করে। স্কুলে চিটিং করেছি সেলাই এ,ঐ দেখানোর জন্য একটু শিখে যাওয়া। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। বিয়ের পর শুরু হয় লকডাউন। একদিন সুতির একটা ব্লাউজ পিস নিয়ে সুচ সুতো হাতে নিয়ে, ফ্রেম ছাড়া একটা ফুল বানিয়ে সাটিন ফোঁড় করলাম,, নিখুঁত হলোনা, তবে মন্দ ও হলোনা। এরপর একটা সদা টেবিল ক্লথ নিয়ে, ফ্রেম কিনে ডিজাইন একে ঐ সাটিন ফোঁড় এ করলাম,, ভালই হলো,, ননদ কে উপহার দিয়ে বেশ প্রশংসা ই পেলাম। এরপর দিদির বিবাহবার্ষিকীতে বালিশের কভার এর উপর ঐ সাটিন ফোঁড় ই করলাম। O তো তাজ্জব বনে গেলো! এতো সুন্দর সেলাই কবে শিখলাম,, এতো ধৈর্য আর সেলাই এর ইচ্ছে তো কখনোই ছিলনা। এতো প্রশংসা পেয়ে আমি ফুলে ফেঁপে সেলাই নিয়ে বসলাম। আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর ড্রয়িং টা আমি করতাম ছোট থেকেই।।
SUBSCRIBE করে আমার পাশে থাকবেন। আপনারাও করুন।। নিজের হাতে করতে বেশ ভাললাগে কিন্ত্ত।