আধুনিক শখের কৃষি

আসসালামু আলাইকুম। আধুনিক শখের কৃষি ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আধুনিক শখের কৃষি এ চ্যানেলটির মূল উদ্দেশ্য হলো :যে সকল কৃষক শখ করে কোন ফসল আশাবাদ শুরু করে, এবং এই চাষাবাদ থেকে যখন সে লাভবান হতে থাকে । তখন তার এই শখটা কৃষি ব্যবসায় পরিণত হওয়া শুরু করে। আমার এই চ্যানেলে এমন কিছু কৃষক এর সাথে আমি আপনাদের পরিচয় করে দিব যারা শখ করে চাষাবাদ শুরু করে এখন তারা বড় উদ্যোক্তা ও কৃষিকে বড় ব্যবসায় পরিনিত করেছে। আমার এই চ্যানেলের উদ্দেশ্য হলো এই শখ থেকে কৃষি শুরু করেই যেন বাংলাদেশে কোটি কোটি সফল উদ্যোক্তায় তৈরি হয়। বাংলাদেশের এমন সোনার মাটি থেকে সোনার ফসল ফলিয়ে যেন ধান পাট মাছ ও দেশের অন্যান্য সফলতার মত কৃষিকে বিশ্ব দরবারে এক নাম্বার স্থানে রোল মডেল হিসেবে আমরা দেখতে পারি। এই শুভকামনায়,....।