আস্ সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আল্ হামদু লিল্লা-হি রব্বীল আ-লামীন, পুরো পৃথিবী আজ মানুষের মুটো ফোনে,আমরা ও সুযোগ পেলেই অধিকাংশ সময় জমে থাকি নেট দুনিয়ায়,আপনারা জেনে খুশি হবেন যে আমি চিন্তা ও ফিকর করে দেখলাম যে মানুষের জন্য নেটওয়ার্কের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিছু করা যায় কিনা, তাই ধারাবাহিক ভাবে ইসলামী স্টাডিস সহ বিভিন্ন পর্বে তাজবীদ সহকারে সহজ পদ্ধতিতে কোরআান শিক্ষার জন্য এই সাইডটি নিয়ে কাজ আরম্ভ করেছি। জ্বী মুহতারম ভিউয়ার্স, আমরা অধিকাংশ সময় টিকটক,নাটক, সিনেমা,সিরিয়াল দেখে ইবলিস শয়তানকেই খুশি করে চলছি এটা এক মুসলিমের কর্ম হতেই পারে না। তাই আসুন কোরআন শিখার জন্য আমার সাথে কয়েকটি মিনিট প্রাক্টিস করে দেখুন কতটা সহজেই আল্লাহ তা'য়ালা নিজ ঐশী বাণী শিখার ব্যবস্থা করে দেন। এবং সদকায়ে জারিয়ার সাওয়াব পাওয়া জন্য সাবস্ক্রাইব করে অন্য শিক্ষার্থীকে সু্যোগ দিন। সকলকেই ধন্যবাদ।