”জীবন বৈচিত্রের লীলাভূমি” শ্লোগান নিয়ে গানের ইউটিউব চ্যানেলটির যাত্রা শুরু। মানুষের জীবনে নানান ধরনের বিচিত্র ঘটনা থাকে। যেগুলো নিয়ে গান, নাটক, সিনেমা, কবিতা, উপন্যাস, চলচ্চিত্র নির্মাণ করা হয়। সেই কথা বিবেচনা করে আমরাও বিশেষ ভূমিকা রাখতে এই চ্যানেলের যাত্রা শুর করলাম।