মেডিসেবা পরিচিত 
মেডিসেবা যা "সেবা নিন ঘরে বসে, সুস্থ থাকুন নির্বিশেষে " এই শ্লোগান কে সামনে রেখে ,স্বাস্থ্যসেবা, টেলিমেডিসিন এন্ড এম্বুলেন্স সেবা এবং ডিজিটাল হেলথ কেয়ার পরিষেবা প্রদানকারী একটি শীর্ষস্থানীয়  প্রতিষ্ঠান। উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবনী সমাধানের মাধ্যমে এটি শহরাঞ্চল এবং গ্রাম অঞ্চল অথবা দেশের যেকোন প্রান্তে গ্রাহকের স্বাস্থ্যবিষয়ক যেকোন সমস্যা সমাধান করার লক্ষ্যে গ্রাহকের যা প্রয়োজন তার সবই সময় মত পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্ল্যাটফর্মটি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ডাক্তার দেখানো ,স্বাস্থ্য পরীক্ষা , অ্যাম্বুলেন্স সেবা, মেডীশপ,রক্ত সেবা, মাতৃ সেবাএবং গ্রামীণ এলাকায় মোবাইল হাসপাতাল তৈরির মাধ্যমে সেবা প্রদান নিশ্চিত করে। এর ওয়েব এবং মোবাইল-ভিত্তিক অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের স্বাস্থ্যসেবার সহজ প্রবেশাধিকার নিশ্চিত করে। মেডিসেবা উন্নত টেলিমেডিসিন প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা কে মানুষের হাতের মুঠোয় এনে দিচ্ছে । স্বাস্থ্যই সকল সুখের মূল তাই সুস্থ থাকা খুবই জরুরী ,স্বাস্থ্য সুরক্ষায় সবসময় মেডিসেবা মানুষের পাশে ।
  " সেবা নিন ঘরে বসে, সুস্থ থাকুন নির্বিশেষে।"