SOLAIMAN ANALYSIS

এই চ্যানেল পরিচালনার সাথে সোলায়মান স্যারের কোন সম্পর্ক নেই।স্যারের অনুমতি সাপেক্ষে আমরা তার ভক্ত সমর্থকের এই চ্যানেল পরিচালনা করি।স্যার আধুনিক ও ইসলামি শিক্ষা দুই ধারায় সমানভাবে দক্ষ।বহুমুখী প্রতিভার অধিকারি।স্যারের বিশ্লেষণে এমন কিছু ব্যতিক্রমী দিক রয়েছে যা অন্যান্য বিশ্লেষক থেকে স্যারকে ভিন্ন মাত্রা দিয়েছে।
এ কারনেই স্যারের বিশ্লেষণগুলো
অনলাইনে প্রচারের প্রয়োজনীয়তা রয়েছে।
সোলায়মান স্যার কোন দলের নেতা কিংবা কর্মী নয়।তিনি একজন নির্দলীয় নিরপেক্ষ গবেষক। স্যারের পাশে থেকে স্যারকে সমর্থন করার অনুরোধ করছি।সমাজ সংস্কারে স্যারের সাথে থাকুন।