প্রত্যাবর্তনের পথে যাত্রা

জাগরণের এই জাগ্রত জোয়ারে রবের দিকে প্রত্যাবর্তন'ই হোক আমাদের পথচলা।

মরীচা ধরা মনটাকে পরিচ্ছন্ন করতে, ভেঙে টুকরো টুকরো হয়ে পরা অন্তরটাকে পুনরায় সাজিয়ে নিতে আমরা উদগ্রীব হয়ে থাকি! তবে কোথায় জানি এক বাঁধা আমাদের তারা করে বেড়ায়! জীবনটাকে পুনরায় সাজিয়ে নিতে তীব্র অনীহা জাগায়!!
সেই বাঁধা ডিঙিয়ে জীবনটাকে রাঙিয়ে নিতেই আমাদের এই পথচলা। যেখানে ছড়িয়ে আছে নবী রাসূল ও সাহাবীদের বীরত্ব গাঁথা ঈমান দীপ্ত কাহিনী। যে চিত্রের বর্ণনা গুলো ফুটে উঠেছে- আরিফ আজাদ, জাকারিয়া মাসুদ, শামসুল আরেফিন শক্তি, ওমর আল জাবির, হামিদা মুবাশ্বেরা, সমকালীন টিম, দ্বীন পাবলিকেশন, লস্ট মডেস্টি, আবদুল্লাহ আল মাসউদ, মাহিন মাহমুদের মতো বরেণ্য লেখকদের হাত ধরে।।

তাই নিজের মাঝে সজীবতার ফোয়ারা বয়ে নিতে এখনই যুক্ত হতে পারেন আমাদের সাথে।।