Islamic Lecture Ad Dawa

মহান আল্লাহ তায়ালা বলেন, إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ নিশ্চই আমার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম।( সূরা আল-ইমরান-১৯)
মহান আল্লাহ তায়ালা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ব্যবস্থা বা দীন তালাশ করবে, কস্মিণকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতি গ্রস্তদের অন্তভুক্ত হবে।(সূরা আল-ইমরান-৮5)

অতএব আসুন মুসলিম ভাই ও বোনেরা আমরা সকলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে একমাত্র জীবন বিধান হিসেবে মেনে চলি। এতে আমরা লাভ করতে পারবো দুনিয়ার জীবনে ইহলৌকিক শান্তি ও পরকালে চিরস্থায়ী মুক্তি। যা বয়ে আনতে দেশ, জাতী ও বিশ্বের জন্য এক কল্যানময় জীবন।

“আদ দাওয়াহ রিসার্চ সেন্টার”