"আসসালামুআলাইকুম।
আমি একজন মা। একজন প্রতিবন্ধী শিশুর মা।
আমি ডাক্তার নই, তবে আমার সন্তানের প্রতিটি কান্না, প্রতিটি খিঁচুনি, প্রতিটি ভুল চিকিৎসা—
আমায় শিক্ষা দিয়েছে।"
আমি পড়াশোনা করেছি প্রতিবন্ধী শিশুদের নিয়ে,
আমি শিখেছি নিজের জীবন দিয়ে।
এই চ্যানেলে আমি কোনো প্রেসক্রিপশন দিচ্ছি না।
বরং শেয়ার করছি কী করলে একজন মা সহজে বুঝতে পারেন সমস্যা কী।
যাতে আরেকটা মা আমার মতো অন্ধকারে না থাকেন।
যদি আমার অভিজ্ঞতা আপনার সন্তানের উপকারে আসে—
তাহলে জানবেন, Half Heart-এর কষ্ট সার্থক।"
এই চ্যানেল আমার মতো সেই সব মায়েদের জন্য,
যাদের সন্তান প্রতিবন্ধী।
Special Child & Mom– A channel for mothers raising children with disabilities.
I share practical tips on feeding, medicines, government support, and real-life stories.
You’re not alone, Maa. Let’s walk this path together. Half Heart loves you.