বাংলা বা বঙ্গের সহস্র বছরের ইতিহাস ও ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির কথা সকলের মাঝে পৌঁছে দিতে ২০১৮-র ফেব্রুয়ারী থেকে “বাঙালীয়ানা” নানা প্রতিকূলতা পেরিয়ে কাজ করে যাচ্ছে অবিচল।
বাঙালীয়ানার অডিও-ভিজুয়াল প্লাটফর্ম (ইউটিউব চ্যানেল) ‘বাঙালীয়ানা টিভি’ ২০২১ থেকে অনিয়মিত অনুষ্ঠান প্রচারের পর 'সংবাদ ও সংবাদ সমীক্ষা' সম্প্রচার করবে ‘বাঙালীয়ানা টিভি’।
‘বাঙালীয়ানা টিভি’ জনগণের গণমাধ্যম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে মনে করে রাষ্ট্রীয় শাসনব্যবস্থায় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির অংশগ্রহণে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী সিদ্ধান্তের কোন বিকল্প নেই। সত্য ও সুন্দরের উপর সর্বোচ্চ আস্থা রেখে মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতার প্রতি অবিচল থেকে সংবাদমাধ্যমের উপর যেকোন প্রকাশ্য বা অপ্রকাশ্য কালাকানুন প্রত্যাখ্যান করে বাঙালীয়ানা।
কোন ব্যক্তি, গোষ্ঠী, দল, ধর্ম, জাতি-সম্প্রদায় নয় শুধুমাত্র জনগণের অধিকারের রক্ষাই বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি।
মূলধারার গণমাধ্যম বিকল্প হিসেবে নিজেকে জনগণের কাছে প্রতিষ্ঠিত কোরে নিখাদ সংবাদ প্রকাশ করতে বদ্ধ পরিকর ‘বাঙালীয়ানা টিভি’’ আসছে জুলাই ১, ২০২৫-এ।