কুণ্ড বাড়ি,
মাগুরা জেলার শ্রীপুর থানার তারাউজিয়াল গ্রামে অবস্থিত।
তাঁরাচাঁদ কুণ্ড ঐতিহ্যবাহী এই বাড়িটি সহ পুরো পরগনা কিনে নিয়ে নিজের জমিদারি প্রতিষ্ঠা করেন । তার নামেই তারাউজিয়াল গ্রামের নাম । বাড়ির দক্ষিণ দিকে একটি সুবিশাল পুকুর আছে । জনশ্রুতি আছে এ বাড়ির পিছন থেকে একটি সুড়ঙ্গ পথ এই পুকুরে এসে মিলিত হয়েছে।
জমিদার বাড়িটির বর্তমান উত্তরাধিকারী বাবু আজিত কুমার কুণ্ড.এপার বাংলা ওপার বাংলা মিলে এই বাড়ির বর্তমান সদস্য সংখ্যা ১৩৬ জন ।
বর্তমান এ জমিদারী নেই কিন্তু কালের সাক্ষী হিসাবে টিকে আসে এই ঐতিহ্যমণ্ডিতো বাড়িটি ।
১৯৪৭ সালের দেশভাগ এর পর থেকে এ বাড়ির জৌলুশ কমতে থাকে।
কিন্তু জমিদারী প্রতিষ্ঠার পর থেকে চলে আসা কালি পুজা কখন ও বন্ধ হইনি । যা আজ ও চলছে ।
আমাদের কুন্ড বাড়ীর সকলের বছর আবর্তিত হয় কালীপূজোকে কেন্দ্র করে, দুর্গা পূজোতে মজা করি বটে কিন্তু আমাদের সকল উৎসাহ উদ্দীপনা এই কালীপূজোকে ঘিরে, পূজোতে কি হবে, কি করবো..
আমার এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য আমাদের ঐতিহ্যমন্ডিত উৎসব গুলো সকলের সামনে তুলে ধরা, সাথে সাথে নানা আঞ্চলিক আচার অনুষ্ঠান, গান, মন্দির পরিক্রমা আপনাদের সামনে উপস্থাপন করা।।