গ্রাফিক ডিজাইন কি? "গ্রাফিক ডিজাইন" শব্দটির মূল অর্থ চিত্র দ্বারা নকশা তৈরি করার প্রক্রিয়াকে বলে গ্রাফিক ডিজাইনহল বর্তমানে এই যুগে গ্রাফিক্স ডিজাইন ব্যাতিত পুরো মার্কেটিং ডিপার্টমেন্টই অচল। এর কারনও বিদ্যমান চোখের সামনেই। ডিজিটাল মার্কেটিং এর জন্য যা যা দরকার একটা কোম্পানির, তার বেশির ভাগই বানায় গ্রাফিক্স ডিজাইনাররা।
তাই আপনি যদি আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে গ্রাফিক্স ডিজাইন শিখবেন, তাহলে অবশ্যই এটি আপনার জীবনে নেওয়া অন্যতম একটা ফলপ্রসূ সিদ্ধান্ত হতে পারে।।
হ্যালো দেখতে আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আমি ডিজাইনের জন্য যেসকল সফটওয়্যার ব্যবহার করে থাকি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ফটোশপ সিসি, ফটোশপ ইলিস্টেটর ইত্যাদি
আমি যে সকল টিউটোরিয়াল গুলো করে থাকি তাহল, ফেজবুক কভার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, বুক কভার ডিজাইন, ল্যান্ডস্কেপ ডিজাইন, ব্যানার, পোষ্টার, বিলবোর্ড, সোশ্যাল মিডিয়া কভার ফটো,ওয়েব পেজ ডিজাইন ইত্যাদি।
তাই গ্রাফিক ডিজাইন শিখে ঘরে বসে আয় করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।