হে মনুষ্য ! তোমরা এক সাথে চল,এক সাথে মিলে আলোচনা কর,তোমাদের মন উত্তম সংস্কার উক্ত হোক।পূর্বকালীন জ্ঞানী পুরুষেরা যেরূপ কর্তব্য সম্পদন করেছে তোমারও সেরূপ কর।তোমাদের সকলের মন্ত্র এক হোক ,মিলনভূমি এক হোক,মন এক হোক,সকলের চিত্ত এক হোক।তোমাদের সকলকে একই মন্ত্রে সংযুক্ত করেছি,তোমাদের সকলের জন্য অন্ন ও উপভোগ একই প্রকার দিয়েছি ।তোমাদের সকলের লক্ষ্য সমান হোক,তোমাদের হৃদয় সমান হোক,এভাবে তোমাদের সকলের শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হোক।
--- ঋগ্বেদ ১০,১৯১,২-৪
হে মনুষ্য উঠ ! উঠে দাঁউড়াও পতিত হওয়া তোমার স্বভাবজাত নয়।জ্ঞানের আলোকবর্তিকা শুধু মাত্র তোমাকেই দেয়া হয়েছে যা দিয়ে তুমি ওই সকল অন্ধকূপ এড়িয়ে যেতে পারো
--- অথর্ববেদ ৮,১,৬ ,,,,
হে সনাতনী মিত্রগন এসো বৈদিক সত্য সনাতন পথে, গাও মহান আর্যগীত ৷ ভেঙ্গে দাও সকল কুসংস্কারের প্রাচীর।
কৃণ্বন্তো-বিশ্বমার্যম্ এর সুরে, সনাতনী হৃদয়ে জাগ্রত হোক আর্যত্ব ৷ সকলে আর্য হই, পৃথিবীকে পবিত্র ও শুদ্ধ করে গড়ে তুলি ৷
"মনুর্ভব জনয়া দৈবং জনম"
অর্থ: সরলার্থ: প্রকৃত মানুষ হও অন্যকেও প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোল ৷
(ঋগ্বেদ (১০/৫৩/৬)