HUMAYUN'S TUTORIAL

বাংলাদেশে প্রচলিত শিক্ষাব্যবস্থায় মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পর্যায়ের বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক শিখন-শেখানোর নির্ভরযোগ্য চ্যানেল- HUMAYUN'S TUTORIAL. শিক্ষা মন্ত্রণালয়ের সৃজনশীল প্রশ্ন-পদ্ধতির মাস্টার ট্রেইনার কর্তৃক জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী বাংলা সাহিত্যের বিভিন্ন গল্প, কবিতা, উপন্যাস, নাটকসহ বিভিন্ন অধ্যায়ের পাঠ-বিশ্লেষণ পাওয়া যাবে এখানে। এছাড়া সৃজনশীল প্রশ্ন-পদ্ধতিতে প্রশ্ন ও উত্তর করার কৌশল সম্পর্কে সম্যক আলোচনা এবং বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশের বিভিন্ন অধ্যায়ের বিস্তারিত পাঠ-পর্যালোচনা তো থাকছেই । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রধান পরীক্ষক কর্তৃক পাবলিক পরীক্ষায় ভালো ফল করার বিভিন্ন দিক-নির্দেশনাসহ শিক্ষার্থীদের বিবিধ জিজ্ঞাসা ও তার উত্তরও পাওয়া যাবে এখানটাতে। তাছাড়া দেশের যেকোনো প্রান্তের যেকেউ চাইলেই অনলাইনে সরাসরি যুক্ত হয়ে লাইভ ক্লাস করার সুযোগও পাবে। এককথায় নন্দনতাত্ত্বিকভাবে শিখন-শেখানো কার্যক্রম পরিচালনা এবং শিক্ষায় সৃজনশীলতার বিকাশ ঘটানোই HUMAYUN'S TUTORIAL এর মূল্য লক্ষ্য।