Banglar Class

"বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে
উদার গৈরিক মাঠে
খোলা পথে
উত্তাল নদীর বাঁকে বাঁকে
নদীও নর্তকী হয় . . ."

হাজার বছরেরও বেশি প্রাচীন আমাদের এই বাংলা ভাষা। তার ঐতিহ্য সুমহান, বিস্তৃতি সীমাহীন। মাতৃভাষা মাতৃদুগ্ধ, যা পান করলে জাতি সুখ- সমৃদ্ধি লাভ করতে পারে। এই বিশ্বায়নের যুগে আমরা বাঙালিরা যাতে শিকড়ের সঙ্গে জুড়ে থাকতে পারি তার জন‍্যই পড়তে হবে বাংলা -- গল্প , কবিতা , নাটক যা পাই। শুধু পরীক্ষার নম্বর নয়, শুদ্ধ বাংলা বলা, সঠিক বাংলা লেখা, বঙ্গভাণ্ডারের বিবিধ রত্নের খোঁজ পেতেই হবে আমাদের। এই উদ্দেশ্যেই ' বাংলার ক্লাস '- এর পথ চলা। এখানে যেমন বিদ‍্যালয়ের বাংলা পাঠ‍্যসূচির অন্তর্গত পাঠ পড়ানো হচ্ছে , প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি থাকছে ,তেমনি বৃহত্তর পরিপ্রেক্ষিতে বাংলাকে জানা, সুবিশাল বাংলার পরিমণ্ডলে নিজেকে মেলে ধরার তাগিদও যাতে থাকে সেই প্রয়াসও থাকছে। আমরা যদি সব লজ্জা - দ্বিধা আর সংকোচ কাটিয়ে সগৌরবে বলতে পারি " আমি বাঙালি ", সেটাই হবে " বাংলার ক্লাস "- এর সবচেয়ে বড় সার্থকতা।