মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী ও রাসুল। মহান আল্লাহ তাঁকে এ জীবন-বিধান সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ‘এ কোরআন আমার কাছে ওহি হিসেবে পাঠানো হয়েছে, যেন তোমাদের এবং যার কাছে তা পৌঁছবে তাদের এর দ্বারা সতর্ক করতে পারি তাই ইসলামের দিকে দাওয়াত দেওয়া একটি উত্তম আমল। কেননা, এই দাওয়াত দানের মাধ্যমে মানুষ সরল পথের দিশা পায়। এর মাধ্যমে মানুষকে তার দুনিয়া ও আখিরাতে শান্তির পথ দেখানো হয়। আল্লাহ তাআলা বলেন, ‘ওই ব্যক্তির চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে। আর বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত
প্রচারে: P'six waz media