জান্নাতের আলোর পথ

আসসালামুয়ালাইকুম প্রিয় দর্শক,

" জান্নাতের আলোর পথ " চ্যানেলে আপনাদেরকে স্বাগতম
প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভাল আছেন।

মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি তিনি আমাদের এই চ্যানেলটি একবার হলেও দেখার সুযোগ করে দিয়েছেন। সব নবী–রাসুলই দাওয়াত, তাবলিগ, তালিম ও তারবিয়াতের কাজ করেছেন। যেহেতু নতুন কোনো নবী ও রাসুল আর আসবেন না, তাই কিয়ামত পর্যন্ত দাওয়াত, তালিমে দ্বীনের কাজ আখেরি নবীর উম্মত তথা উম্মতে মুহাম্মদীকেই করে যেতে হবে।ইসলামের কল্যাণের বিষয়গুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হলো তাবলিগ। হাদিস শরিফে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও।’
" জান্নাতের আলোর পথ " সেই দাওয়াতের একটি ক্ষুদ্র অনলাইন মাধ্যম।

যদি আর একটিও ভিডিও মিস না করতে চান, তবে এক্ষুণি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।

ধন্যবাদ
,,,copyright disclaimer,,,

🚫If any owner feels i used his copyrighted material without his permission then please let me know in my email : comment
I will delete that video in 24 hour Inshallha
( [email protected])