'ঐশ্বর্য - সোমেশ্বরানন্দ ' পরিবারের ইউটিউব চ্যানেলে সবাই স্বাগত 🙏🙏।
'স্বামী সোমেশ্বরানন্দ' বর্তমানে একটি সুপরিচিত নাম। ম্যানেজমেন্ট থেকে গূঢ় আধ্যাত্মিক তত্ত্ব, সর্ব ক্ষেত্রেই তাঁর অনায়াস চলন। অত্যন্ত সহজভাবে তিনি আমাদের প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছেন যে ,আসলে জীবনটা ততটা জটিল নয়, যতটা আমরা ভাবি। বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের উপায় তিনি দেখিয়ে দেন। তাঁরই আদর্শে ও শিক্ষায় পথ চলা শুরু 'ঐশ্বর্য -সোমেশ্বরানন্দ' গ্রুপের।
প্রথমে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ (অক্টোবর,২০১৯) দিয়ে শুরু হলেও ,ক্রমবর্ধমান সদস্যদের চাহিদায় তৈরি হয় ফেসবুক গ্রুপ (জানুয়ারী, ২০২০) এবং আজ (২ রা আগস্ট, ২০২০) আপনাদের কাছে এলো ইউটিউব চ্যানেল।
আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছায় আমরা আপ্লুত।
অনেক ধন্যবাদ জানাই আপনাদের ও মহারাজকে জানাই আভূমি প্রণাম 🙏🙏।