Dr. S. M. Shahidul Islam - Acupuncture Specialist

ডা. এস, এম, শহীদুল ইসলাম পিপিএম, পিএইচ.ডি. (Dr. S. M. Shahidul Islam PPM Ph.D. Acupuncture Specialist - SUO XI Hospital) বাংলাদেশের অভিজ্ঞতা সম্পন্ন একজন আকুপাংচার ডাক্তার, যিনি বহু বছর ধরে রোগীদের সুস্থতার উন্নতিতে কাজ করছেন। সফলভাবে হাজারো রোগীর চিকিৎসা করেছেন যারা বিভিন্ন যন্ত্রণাদায়ক রোগ ও অসুস্থতায় ভুগছেন। তিনি দীর্ঘ অভিজ্ঞতার সাথে বাংলাদেশে আকুপাংচার চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তার নিপুণ হাত দিয়ে বাংলাদেশে আকুপাংচারের একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আকুপাংচারে তার দীর্ঘস্থায়ী দক্ষতা বহু বছর ধরে রোগীদের সফলভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছে।

ডা. এস, এম শহীদুল ইসলাম পিপিএম এর হাত ধরে ইতিমধ্যেই আকুপাংচারের আওপর ৬টি বই এবং ৪২টি প্রকাশনা বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। বিষয় ছিল ব্যথা, পক্ষাঘাত ও বিভিন্ন রোগে আকুপাংচারের ভূমিকা।

বর্তমানে ডা. এস, এম শহীদুল ইসলাম পিপিএম শশী হাসপাতালের চীফ কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। তার লক্ষ্য বাংলাদেশে স্বাস্থ্যসেবার অগ্রগতি, গবেষণা ও সেবার মাধ্যমে মানুষের সেবা করা। এখানে তিনি নির্বিঘ্নে এবং সু-সমন্বিত পদ্ধতিতে রোগীর যত্ন প্রদান করে চলেছেন।