হ্যালো, সবাইকে স্বাগতম আমার চ্যানেল এ | এই চ্যানেল টি রান্না নিয়ে | আমি রান্না করতে ভালোবাসি। ঘরোয়া রান্না গুলোই এখানে তুলে ধরব। আর আমার সাথে আছে আমার ছেলে। 2020 এ করোনা এসে, সবাইকে খুব কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে। ছোট ছেলে মেয়েদের স্কুল বন্ধ হয়ে যাওয়ার ফলে, বাচ্চারা খুব কঠিন একটি সময় পার করে। তাই আমি আমার রান্নার সহযোগি হিসেবে আমার ছেলেকে সাথে নিই। এতে ও খুব enjoy করে। এবং এর সাথে সাথে সে রান্নার খুঁটিনাটি অনেক কিছু শিখতে পারছে।
এখানে আমি যে ভাবে বাসায় রান্না করি ওভাবে দেখানোর চেষ্টা করছি। এবং আমি ও অনেক শিখছি।