আমরা নরসিংদীর একটি অন্য ধারার ওয়েডিং ফটোগ্রাফি টিম । আমরা বিয়ের মুহূর্তকে সুন্দর করে ধরে রাখতে ভালোবাসি ও সর্বোচ্চ চেষ্টা করি । আমরা চাই সবসময় নতুন কিছু গল্প আনতে ছবিতে । বিয়ের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে দামি । তাই এই দামি মুহূর্তকে ফ্রেমে বন্দী করে রাখাটা আমাদের কাছে দায়িত্ববোধ ।
আমরা বিয়ের ইনডোরে গধবাধা স্টেজের সামনে সীমাবদ্ধ না থেকে আউটডোর প্রোগ্রামে গুরুত্ব দিয়ে থাকি এবং আমরা সবসময়ই চাই বিয়ের গল্প, ছবি, ভিডিও হোক আউটডোর এ, প্রকৃতির সাথে ।
গল্প কিংবা ক্রিয়েটিভ কিছু থাকুক ছবি, ভিডিওর ফ্রেম জুড়ে।
আপনার বিয়ের মুহূর্তগুলোকে সুন্দর করে ধরে রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।