সালাত - صلوات

আসসালামু আলাইকুম

প্রিয় ভাই ও বোনেরা

আপনারা জানেন যে,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার করতে
যে নীতি-পদ্ধতি অবলম্বন করেন তা পর্যালোচনা করলে দেখা যায়,
ইসলাম প্রচার করতে গিয়ে তাঁকে প্রচন্ড বাধার মোকাবেলা করতে হয়।
তাঁর পরিবার-পরিজন ও নিজ গোত্রের লোকজনসহ তাকে বয়কট পর্যন্ত করা হয়।
তাকে নানারকম প্রলোভনও দেখানো হয়।
কিন্তু তিনি বলেন, আমার এক হাতে চাঁদ আরেক হাতে সূর্যও যদি এনে দেয়া হয়
তবু আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা পালন করা থেকে একটুও পিছপা হবো না।

তাই আমরা নবীর কাজ করবো ইসলামের দাওয়াত সবার কাছে পৌছাঁতে চাই
এই চ্যানেল এর ভিডিও এর মাধ্যেমে।
একদিন তুমি থাকবে না, থাকবে না তোমার কোন অস্থিত্ব।
থাকবে শুধু তোমার ভালো কাজ গুলো।
ভালো কাজ গুলো রেখে যেতে চাই সকলের কাছে।

ভালো লাগলে আমার চ্যানেলটি সাবসক্রাইব করতে ভুলবেন না।