Welcome to Incredible Bangla (#Incredible #Bangla). This channel aims to entertain you fully. Many incredible or weird things are happening around the globe. Sometimes you find them as funny or fantastic, sometimes they are unbelievable or absurd to you. We take the responsibility to make you laugh or think you deep via our contents.
Incredible Bangla চ্যানেলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া অবিশ্বাস্য, অকল্পনীয় এবং অদ্ভূত সব মজার খবরগুলো বাংলা ভাষায় তুলে ধরার চেষ্টা করি। ভিডিও গুলোর প্রধান উদ্দেশ্য হচ্ছে ফান! তবে অনেক সময় ফানি ভিডিও-র বিষয়টি ছাপিয়ে স্থান, কাল, পাত্রভেদে অনেক গভীর কিছু ঘটনাও ঘটে এই পৃথিবীতে। আমরা সেই অবিশ্বাস্য ঘটনা গুলোও তুলে ধরার চেষ্টা করি।
আমাদের এই পথচলায় আপনাদের একটি সাবস্ক্রিপশন, লাইক ও কমেন্ট আমাদের এই কাজের গতিকে বাড়াতে পারে। তাই, আমরা আশা করব ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে এবং এরকম মজার মজার খবর পেতে চান অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার।
ধন্যবাদ।
Facebook Page- https://www.facebook.com/incredibleban