আলোর পথের সন্ধানে

আসসালামুয়ালাইকুম প্রিয় দর্শক,

AAM TV চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম
প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভাল আছেন।

আমরা এমন এক সময়ে বসবাস করছি, যখন চারদিকে অন্যায়, জুলুম ও অশ্লীলতা ছড়িয়ে পড়েছে,
এখন ইমান নিয়ে বেছে থাকাই অনেক কষ্টের বাপার। কারন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারি আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। তা ছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয়, যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি।’

এই সমস্ত ফেতনা থেকে বাচার এক মাত্র পথ হচ্ছে আমাদের ঈমানকে দৃড় করা , শির্কমুক্ত জীবন গড়া, আর রাসুল (সঃ) এর আদর্শকে আকড়ে ধরা!
তাই আপনাদের মনে অনুপ্রেরনার সৃষ্টি করতে AAM TV, YouTube Channel এর জন্ম হয়েছে। যা আপনাদেরকে আলোর পথের সন্ধান দিবে ইনশাআল্লাহ।

এই জন্য যদি একটিও ভিডিও মিস করতে না চান,তাহলে এক্ষণি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
ধন্যবাদ