MD Mirajul Islam

বন্ধুরা, MD Mirajul Islam-এ আপনাদের স্বাগত!
এই চ্যানেলটি হলো বাংলার ভ্রমণ আর লোকসংগীতের এক দারুণ প্ল্যাটফর্ম।
আমরা একাধারে দেশের অচেনা গন্তব্য, ঐতিহাসিক স্থান এবং সুন্দর প্রকৃতির গল্প বলি, অন্যদিকে সেই সব জায়গার মাটির গন্ধ মাখা ফোক গান ও বাউল সুর তুলে ধরি। আমাদের লক্ষ্য— ভ্রমণের উত্তেজনা এবং গানের শান্তি— দুটোকে এক সুতোয় বেঁধে আপনাদের কাছে পৌঁছে দেওয়া।
কী পাবেন এখানে:
নতুন নতুন ট্রাভেল ভ্লগ ও অজানা স্থানের খোঁজ।
বাউল, ভাওয়াইয়া, ভাটিয়ালী-এর মতো মন ছুঁয়ে যাওয়া লোকসংগীত।
স্থানীয় সংস্কৃতি, খাবার ও মানুষের জীবনযাত্রার অভিজ্ঞতা।
নতুন সফর ও সুরেলা গানের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন!
যোগাযোগের জন্য:-
ব্যক্তিগত ইমেল:[email protected]

ধন্যবাদ!