Hadith Mahal

প্রমান সহ সম্পূর্ন সহীহ হাদিস বর্ননা করা হয়।
হাদিস (আরবি: الحديث‎‎) বা আছার (আরবি: الأثر‎‎) হলো মূলত ইসলামের শেষ বাণীবাহকের বাণী ও জীবনাচরণ। হাদিসের উপদেশ মুসলমানদের জীবনাচরণ ও ব্যবহারবিধির অন্যতম পথনির্দেশ।[১] কুরআন ইসলামের মৌলিক গ্রন্থ এবং হাদিসকে অনেক সময় তার ব্যাখ্যা হিসেবেও অভিহিত করা হয়।

এ প্রসঙ্গে,

আল্লাহ্ কুরআনে ফেরেশতা জিবরাইল এর মাধ্যমে স্পষ্ট বলেন,

তুমি তাড়াতাড়ি ওয়াহী আয়ত্ত করার জন্য তোমার জিভ নাড়াবে না। নিশ্চয়, এর সংগ্রহ করা এবং তা পাঠ করানোর দায়িত্ব আমাদের[২][৩]। কাজেই আমরা যখন তা পাঠ করি, তখন তুমি সে পাঠের অনুসরণ কর। অতঃপর তা বিশদভাবে ব্যাখ্যা করা আমাদের দায়িত্ব। [৪][সূরা আল-কিয়ামাহ; ১৬-১৯][৫]