Sunni TV একটি ইসলামিক প্রচার-প্রকাশনা ও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণে একটি অলাভজনক অনলাইন মিডিয়া।
Sunni TV 'র মূল উদ্দেশ্য রাসূল সঃ এর সঠিক রূপরেখা, নৈতিক শিক্ষা ও আর্দশকে প্রচার ও প্রসারিত কর। আমরা চাই Sunni TV'র মাধ্যমে ইসলামের সঠিক তথ্য মানুষের মধ্যে পৌঁছে দিতে। Sunni TV দ্বারা মানুষের কোনো উপকার করতে না পারলেও ইসলামের সঠিক তথ্য সকলের কাছে পৌঁছে দেওয়া Sunni TV'র মূল উদ্দেশ্য।
আশা করি আমাদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে আপনারা সবসময় পাশে থাকবেন, এই কামনা করি।
নিবেদক- Sunni TV family.