এটি একটি ইসলামিক চ্যানেল,দয়াকরে সবাই subscribe করে পাশে থাকুন❤️❤️এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে অনুপ্রানিত করুন❤😋
আসসালামু আলাইকুম❤️
সকল ভাই-বোনদের উদ্দেশ্যে কিছু কথা👍আমরা প্রায়ই ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে সময় পার করি👍যার মধ্যে ফানি ভিডিও,মিউজিক ভিডিও আরো বিভিন্ন ধরনের ভিডিও👍এগুলো দেখে দেখে আমাদের নেকের পাল্লার পরিবর্তে পাপের পাল্লায় ভারী হচ্ছে👍কেন আমরা কি আল্লাহ সুবাহানাতাআলার পথে ফিরে আসতে পারি না,আমরা কি ইসলামিক ভিডিও ইসলামিক শর্ট ভিডিও দেখতে পারিনা😭এই কথাটা আপনাদের কাছেই রাখলাম❤️
মনে রাখবেন🧤
> “আমি প্রত্যেক মানুষের কর্ম (নথি) তার গলায় ঝুলিয়ে দিয়েছি এবং কিয়ামতের দিন আমি তার জন্য এক খোলা বই বের করব,
সে বলবে, ‘তোমার আমলনামা পড়ো, আজ তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট।’”
:
সূরা আল-ইসরা (১৭:১৩-১৪):
> “আর আমলনামা সামনে রাখা হবে। তুমি অপরাধীদের দেখবে, তারা যা তাতে লেখা রয়েছে তা দেখে ভয় পাবে। তারা বলবে, ‘হায়, আমাদের দুর্ভাগ্য! এই বইটি কেন এমন যে, ছোট বড় কিছুই বাদ দেয়নি বরং সব কিছু গণনা করে রেখেছে।’”
সূরা আল-কাহফ (১৮:৪۹):