'নিউজ নির্ভীক' মুলত নির্ভয়ে খবর করা পশ্চিমবঙ্গ কেন্দ্রীক একটি ইউটিউব বাংলা চ্যানেল। দৈনন্দিন ঘটনাকে নিরপেক্ষ ভাবে উপস্থাপন করে।
★মোট কথা সাক্ষাৎকার সহ সমস্ত খবরের নিরপেক্ষ উপস্থাপনায় আমরা প্রতিনিয়ত স্বচ্ছ এবং নির্ভীক। দেশ বিদেশের সমস্ত খবর করা ছাড়াও আমাদের চোখে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা ব্যক্তিদের সাক্ষাৎকারও আমরা প্রকাশ করি।
★আর আড়ালে থেকে যাওয়া যে কোনো প্রতিভার সন্ধান পেলেও আমরা তাকে নিয়ে স্টোরি করি।
★গ্রাম বাংলার টাটকা খবরও আমরা সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করি।
তাই সব খবরের আপডেটেড পেতে অবশ্যই নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলটি 'সাবস্ক্রাইব' করুন এবং নোটিফিকেশন পেতে পাশের 'বেল আইকন' অন করে রাখার অনুরোধ করছি।
আপনারাও আপনাদের এলাকার যে কোনো খবরের সংক্ষিপ্ত তথ্য পরিচিত লিখে ভিডিও করে পাঠাতে পারেন আমাদের অফিসিয়াল জিমেইল অ্যাড্রেসে: [email protected]
★মনোনীত হলে অবশ্যই পাবলিশড করা হবে।
★ ইউটিউব চ্যানেল : NEWS NIRVIK নিউজ নির্ভীক
★ ফেসবুক পেজ : নিউজ নির্ভীক
সকলে খুব ভালো থাকুন। ধন্যবাদ।
বিজ্ঞাপন ইত্যাদি সহ ব্যবসায়িক যোগাযোগ👇
For Businesses
[email protected]