আমাদের চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পশে থাকুন , হরে কৃষ্ণ
জগৎগুরু শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সাপ্তাহিক পত্রিকা 'গৌড়ীয়' এবং 'দৈনিক নদীয়া প্রকাশ' পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন, ভক্তজীবনী, সমকালীন সময় অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত গৌড়ীয় মিশন দ্বারা নিবেদিত গৌড়ীয়-দর্শন ভিত্তিক উপস্থাপনা “জীবাতু”
গৌড়ীয় মিশন ও ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের যৌথ প্রচেষ্টায় পূর্ণ লগ্নে "জীবাতু" র নামে একটি অডিও বুকের শুভ সূচনা করছি। "জীবাতুর" কথার অর্থ হল জীবের খাদ্য। শ্রীমন্মহাপ্রভু তাঁর গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচারের মাধ্যমে প্রেম ভক্তি বিতরণ করে জগৎ জীবের সর্বশ্রেষ্ঠ মঙ্গলের পন্থা দেখিয়েছেন। তিনি বলেছেন-
ভারত ভূমিতে হইল মনুষ্যজন্ম যার।
জন্ম সার্থক কর করি পর উপকার ।।
এই পর উপকারই হল শ্রেষ্ঠ উপকার, সে উপকার করলে জীবের আর কোন অভাব থাকে না। আমরা মূল প্রবন্ধের ভাবকে বিকৃত না করে আধুনিক শ্রোতার কথা ভেবে কিছুটা ভাষার সরলীকৃত করে পরিবেশন করেছি, আশা করি সকলের ভালো লাগবে।