তরীকায়ে রাহাতীয়া সুফি টিভি

তরীকত প্রচার-প্রসারে এবং সূফীমত,আত্মতত্ত্ব,সুরের মূর্ছনায় ডুবিয়ে দিতে এই চ্যানেলটি সর্বদা নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ। এই চ্যানেলের মাধ্যমে বিশ্ব অলী মুশকিল কোশা মাওলায়ে হযরত শাহান শাহ্ রাহাত আলী শাহ্ (রহঃ) দরবার সহ বিভিন্ন দরবারের সূফি কর্ম, বাউল গান, পালা গান, বিচ্ছেদ গান ইত্যাদি তরিকত পন্থী ভাই বোনদের মাঝে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। সাধারণ মানুষের মনে হ্যাচ কিংবা কোন্দল তৈরি করা, বিরোধীতা মূলক কোন কিছু প্রচার অথবা সংঘর্ষ লাগিয়ে দেওয়ার মত কোন কর্ম এই চ্যানেলে প্রচার করার মোটেও চিন্তা নাই। আমরা ওয়াদা বদ্ধ হচ্ছি মন হইতে ভাব প্রকাশ করাই আমাদের মূল লক্ষ। আর আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সুতরাং সকলের কাছে বিনীত আবদার উক্ত (তরীকায়ে রাহাতীয়া সুফি টিভি)চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।🌹🌹❤️❤🙏🙏

প্রয়োজনে যোগাযোগ করুনঃ+8801969440517