পৃথিবীর প্রাণী জগৎ এক অসাধারণ বৈচিত্র্যময় জগৎ। এখানে অণুবীক্ষণযোগ্য ক্ষুদ্র জীব থেকে শুরু করে বিশালাকার তিমি পর্যন্ত অসংখ্য প্রাণীর বসবাস। প্রাণী জগৎ মূলত দুই ভাগে বিভক্ত—কশেরুকী ও অ-কশেরুকী। কশেরুকীদের মধ্যে মাছ, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণী উল্লেখযোগ্য। অন্যদিকে অ-কশেরুকীদের মধ্যে কীটপতঙ্গ, মাকড়সা, ঝিনুক ও অক্টোপাসের মতো প্রাণী অন্তর্ভুক্ত। প্রতিটি প্রাণীর জীবনধারা, খাদ্যাভ্যাস ও বাস্তুতান্ত্রিক ভূমিকা আলাদা, যা পৃথিবীর পরিবেশকে ভারসাম্যপূর্ণ রাখে। উদাহরণস্বরূপ, মৌমাছি ফুলে পরাগায়ন ঘটিয়ে খাদ্যশৃঙ্খলকে টিকিয়ে রাখে, আবার বাঘ বা সিংহের মতো শিকারি প্রাণী শিকার নিয়ন্ত্রণ করে প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। প্রাণী জগৎ শুধু পরিবেশ নয়, মানুষের জীবনের সাথেও গভীরভাবে যুক্ত—খাদ্য, ওষুধ, পোশাক এবং গবেষণায় এর অবদান অমূল্য। পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা করা তাই আমাদের সবার দায়িত্ব, কারণ প্রাণী জগৎ ছাড়া পৃথিবীর জীবন কখনোই পূর্ণাঙ্গ হতো না।