স্বাগতম Meem Goat Farm–এ!
এই চ্যানেলটি বিশেষভাবে তৈরি করা হয়েছে উন্নত জাতের ছাগল পালন, খামার ব্যবস্থাপনা এবং ছাগলের স্বাস্থ্য পরিচর্যার বাস্তব অভিজ্ঞতা ভাগাভাগি করার জন্য।
আমাদের খামারে রয়েছে উন্নত জাতের তোতাপুরি, হরিয়ানা, বিটল, ও যমুনাপাড়ি ছাগল, যাদের আমরা নিজ হাতে লালন-পালন করি। ছাগলের বিভিন্ন রোগবালাই হলে আমরা ঘরোয়া ও অভিজ্ঞভিত্তিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলি।
এছাড়াও, আমরা জমিতে নানা রকমের উন্নত ঘাস উৎপাদন করি ও দানাদার খাবারের সুষম ব্যবস্থাপনার মাধ্যমে ছাগলের স্বাস্থ্য নিশ্চিত করি। আমাদের লক্ষ্য হলো খামারিদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেখানে তারা বাস্তবভিত্তিক ও প্রমাণিত তথ্য পাবে।
নতুন খামারিরা এখানে ছাগল পালন সম্পর্কিত বাস্তব অভিজ্ঞতা, রোগ নির্ণয় ও চিকিৎসা, খাদ্য ব্যবস্থাপনা এবং ঘাস চাষ সম্পর্কে বিস্তারিত ও কার্যকরী গাইড পাবে।
নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
#MeemGoatFarm #ছাগলপালন #GoatFarming #পশুপালন #কৃষি #উন্নতজাতেরছাগল #রোগপ্রতিরোধ #খামারব্যবস্থাপনা