এইটা আমার ব্যক্তিগত ভিডিও-ডায়েরি। আমার জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না জমা রাখি আমি এখানে। মাঝে মাঝে এসব ফিরে দেখি আর ভাবি কেমন জীবন কাটিয়েছি এই দুনিয়ায়! অতীতে সশরীরে যাবার সুযোগ নাই, কিন্তু এইসব দিনরাত্রির ভিডিও দেখে কিছুটা অতীতের স্মৃতি রোমোন্থনের সুযোগ তো পাই! ভুল-ঠিক নিয়েই আমার জীবন। দুনিয়ায় আমি আমার দুনিয়া ফিরে ফিরে দেখতে চাই। I ♥ my life.